গাজীপুরে ৭৩তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

আপডেট: ডিসেম্বর ১০, ২০২১
0

গাজীপুর প্রতিনিধি
নানা কর্মসূচির মধ্যদিয়ে গাজীপুরে ৭৩তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন-বিএইচআরসি গাজীপুর মহানগর শাখার উদ্যোগে জেলা শহরের হাবিবুল্লাহ সরণিস্থ কমিশনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ওই সড়কে একটি র‌্যলি বের করা হয়।

সংগঠনের গাজীপুর মহানগর কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্য ও গণশিক্ষা সচিব এমএম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, অ্যাড. দেলোয়ার হোসেন, ফজলুল হক বাদল, শাহ সামসুল হক রিপন, প্রকৌশলী মুহাঃ আরিফ আহম্মেদ, মোঃ জুলহাস উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, মহিউদ্দিন জোমাদ্দার মিন্টু, নজরুল ইসলাম আজহার ডা. আনোয়ারা আহম্মেদ, মাহবুবুল আলম, এসএম হাবিবুর রহমান প্রমুখ।
###
গাজীপুর
তারিখঃ ১০-১২-২০২১ইং