গোলাপগঞ্জে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: জুন ১৬, ২০২১
0

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে অনাকাঙ্খিত গর্ভধারণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে ’অপূরণীয় চাহিদার লক্ষ্যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ জুন) গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উচিৎ কুমার সিনহা (ইউকে সিনহা) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরিবার পরিকল্পনার স্বাস্থ্য সেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। যাতে মানুষ উপকৃত হয়। বিশেষ করে গরীব অসহায় মানুষ যেন এ সেবা থেকে কোনমতে বঞ্চিত না হয়। মানুষ উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সফল সার্থক।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির। বক্তব্য রাখেন সিলেটের পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক সেলিম ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন, ডা. ফাহিমা আক্তার, সহকারী পরিবার পরিকল্পনা আব্দুর রহমান।