গোলাপগঞ্জে বিধিনিষেধ অমান্য করায় ১৬ টি মামলা

আপডেট: জুলাই ৬, ২০২১
0

গোলাপগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউনের তৃতীয় দিনেও উপজেলার গুরুত্বপূর্ণ স্থান গুলোতে চেকপোস্ট বসিয়েছিল উপজেলা প্রশাসন ।

গতকাল সোমবার সকাল থেকেই লকডাউন বাস্তবায়নে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবীর।

অভিযানে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্ন জনকে ১৬ টি মামলায় ১১হাজার ৭শত টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির জরিমানা বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে এরকম অভিযান অব্যাহত থাকবে। সেইসাথে জনসাধারণকে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধি-নিষেধ মেনে চলতে এবং জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো তিনি।