গোলাপগঞ্জে ব্যবসায়ী খুনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট: মার্চ ২৫, ২০২১
0

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে দৃষ্কৃতিকারী কর্তৃক ব্যবসায়ী এহতেশামুল হক শাহীন খুনের প্রতিবাদে উত্তাল হয়েছে উঠেছে ফুলবাড়ি এলাকা। খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ডজন খানেক সংগঠনের ব্যানারে হাজারও মানুষ অংশগ্রহণ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

এতে বক্তারা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে। মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করতে দেখা যায়।

গত রোববার মধ্যরাতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর লরিফর গ্রামের অধিবাসী হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এহতেশামুল হক শাহীন বাড়ী ফেরার পথে নিজ এলাকায় দুষ্কৃতিকারীদের কবলে পড়ে প্রাণ হারাণ। এ ঘটনার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবীতে গতকাল বুধবার বেলা ৩টায় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে সিলেট জকিগঞ্জ সড়কে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছলের সভাপতিত্বে, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল হানিফ খান ও উপজেলা ছাত্রদল নেতা সাকেল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, সিলেট ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, ফুলবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনু মিয়া, সাবেক চেয়ারম্যান উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ তালুকদার, জেলা খেলাফত মজলিস নেতা আবুল হোসেন সুফি, উপজেলা জাতীয় পর্টির আহবায়ক কবির আহমদ, আল ইসলাহ’র কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, গণদাবী পরিষদের সভাপতি ডা. হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুস সালাম আজাদ, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম শায়েস্থা, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, মরহুমের বড় ভাই লেখক আব্দুল মালিক লাল, ছোট ভাই সবুজ আহমদ, ক্রীড়া সংগঠক আব্দুর রহমান খান সোজা, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ আনা মিয়া, গণদাবী পরিষদের আব্দুল লতিফ সরকার, প্রবীণ রাজনীতিবিদ মাওলানা জমির উদ্দিন, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল বাছিত, প্রবীণ বিএনপি নেতা আতাউর রহমান উতু, শিক্ষক প্রতিনিধি মকসুদুল করিম, হেতিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, সমাজসেবী ছাদেক আহমদ খান, মানবাধিকারকর্মী সুজন আহমদ খান, সমাজসেবী ইসমাইল হোসেন বাবু প্রমুখ। এসময় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল বলেন যারা খুনিদের তথ্য সংগ্রহ করে দেবে তাদেরকে এলাকা বাসীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।