গোলাপগঞ্জে নারীর ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ৮, ২০২১
0

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ( ২য় পর্যায়) এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির এর সভাপতিত্বে তথ্যসেবা কর্মকর্তা নাজবিন আক্তারের (তথ্য আপা) সঞ্চালনায় এ বৈঠকের আয়োজন করা হয়।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আজিজ খান,লক্ষণাবন্দ ইউনিয়নের মহিলা সদস্য সন্ধ্যা রানী চন্দ, ৩ নং ওয়ার্ড সদস্য ইমাম উদ্দিন প্রমুখ।

এসময় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির উপস্থিত মহিলা ও তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়া সম্প্রদায়ের মধ্যে কয়েকজনকে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেন।