গোলাপগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিন ২১টি মামলা ও ৬ জনকে কারাদন্ড

আপডেট: জুলাই ৩, ২০২১
0

গোলাপগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের দ্বিতীয় দিনেও গোলাপগঞ্জে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছে প্রশাসন। এসময় বিভিন্ন আইনে ২১টি মামলায় ১৪ হাজার ৪শ টাকা জরিমানা ও ৬ জনকে কারাদন্ড দেয়া হয়। গতকাল শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবিরের নেতৃত্বে স্বাস্থ্য বিধি অমান্য, মাস্ক পরিধান না করা, লকডাউনের মধ্যেও বাইরে অযথা ঘুরাফেরা করায় ২১ টি মামলায় ১৪ হাজার ৪ শ টাকা জরিমানা করা হয়েছে। এসময় জুয়া খেলার অপরাধে ৬ জনকে ৭ দিনের কারাদন্ড দেওয়া হয়।

অভিযানে সময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।