চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বাস চালকদের বেপরোয়া গতির কারণেই ঘটছে দূর্ঘটনা

আপডেট: অক্টোবর ২৮, ২০২১
0

হামিদ কল্লোলঃ
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বর্তমান যেন এক মৃত্যুপুরীর নাম।প্রতিদিনই এই সড়কের কোথাও না কোথাও ঘটছে মারাত্মক সব দূর্ঘটনা। চট্টগ্রাম কক্সবাজারের আন্তঃজেলা বাসগুলো বেশিরভাগ এইসব দূর্ঘটনার স্বীকার হচ্ছে। শুধু বাস নয় বাসের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে অন্যান্য যানবাহন গুলোও প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হচ্ছে। প্রতিদিন ঘটছে মুল্যবান প্রাণহানি। অঝোরে ঝরছে অসংখ্য স্বজনের চোখের পানি।
এই মহাসড়কে প্রতিনিয়ত যাতায়াতকারী যাত্রীদের অভিযোগ আন্তঃজেলা বাস চালকদের বেপরোয়া গতির বাস চালানোর প্রতিযোগিতার কারণে এসব দূর্ঘটনা ঘটছে।তারা পাখির মতো এঁকেবেঁকে দ্রুতগতিতে যখনই ওভারটেক করতে যায় তখনই এসব দূর্ঘটনাগুলো ঘটেছে। মুলত বিভিন্ন স্টেশনে লোকাল যাত্রী নেওয়ার জন্য বাস চালকরা যখন দ্রুত গতিতে প্রতিযোগিতা করে তখনই দূর্ঘটনা সংগঠিত হচ্ছে। আবার অনেকে বাস চালকদের অমনোযোগী গাড়ি চালানোর দোষারোপ করছেন। চালকের গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা,ধুমপান করা,ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানো এসব কারণে দূর্ঘটনা ঘটছে। এসব দূর্ঘটনার স্বীকার হচ্ছে মোটরসাইকেল, প্রাইভেট কার,মাইক্রোবাস, হাইয়েস,ম্যাজিক, চারপোকা,চান্দেরগাড়ি,ট্রাক,কার্গোভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতারা বারবার এসব বিষয় নিয়ে সঠিক পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহবান জানালেও এখন পর্যন্ত তারা সঠিক কোন পদক্ষেপ গ্রহণ করেননি।বরং ফিটনেস বিহীন গাড়ি, নিষিদ্ধ যানবাহন অবাধে চলাচল করছে।মহাসড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের টহল থাকলেও তারা মোটরসাইকেল, ট্রাক,কাভার্ড ভ্যানের কাগজপত্রগুলো চেকিং করতেই ব্যস্ত থাকে।দ্রুতগতির বাসগুলোর খবর হাইওয়ে পুলিশের খেয়ালে থাকেনা। আবার মহাসড়কের ব্যাপক উন্নয়ন হলেও বাস চালকদের বেপরোয়া গতির প্রতিযোগিতার কারণে দূর্ঘটনা ঘটছে।
মহাসড়কে স্বজন হারানোর যন্ত্রণা বেড়েই চলছে।যুদ্ধে যাওয়ার গতি নয়,বাস চালকদের শৃঙ্খলা মেনে সঠিক নিয়মে গাড়ি চালাতে উর্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সবাই।