চট্টলা মৎস্য খামারিদের উদ্যোগে দাউদকান্দিতে মিলন মেলা

আপডেট: এপ্রিল ২, ২০২১
0

এস এম হৃদয় রহমান:

দাউদকান্দির আমিরাবাদে ২ এপ্রিল শুক্রবার চট্টলা মৎস্য খামারিদের উদ্যোগে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ১২০ জন খামারি এতে অংশগ্রহণ করেন।

মৎস্য খামারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএইচ এগ্রো এন্ড ফিশারিজের চেয়ারম্যান নুর উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান, বাংলাদেশ ফিশ ফার্মারস এসোসিয়েশনের সভাপতি হামিদুল হক, স্বর্ণপদক প্রাপ্ত মৎস্য চাষী আলী আহমদ মিয়াজী।

অনুষ্ঠানে মৎস্য খামারিগণ তাদের অভিজ্ঞতা বিনিময়, বাজার ব্যবস্থাপনা এবং নানাবিধ সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন।