চতুর্থবারের মতো মীর্জা ফখরুল-আব্বাসের জামিন আবেদন নাকচ করলো আদালত

আপডেট: ডিসেম্বর ২১, ২০২২
0

চতুর্থবারের মতো তাদের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো: আসাদুজ্জামান এই আদেশ দেন।
এর আগে বুধবার এ জামিন আবেদন করা হয়। আদালত বিকেলে জামিন আবেদনের বিষয় শুনানির সময় ঠিক করে।

আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী হিসেবে ছিলেন সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তাকে সহযোগিতা করেছেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন ও জাকির হোসেন জুয়েল।
এর আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন তিন বার নাকচ করেন ঢাকার চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সাংবাদিকদের বলেন, তৃতীয় দফায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হয়েছে। আদালত শুনানির জন্য বিকেল ৩টার সময় নির্ধারণ করেছেন। আশা করছি, আজ তাদের জামিন মঞ্জুর করবেন আদালত।

এর আগে জামিনের পক্ষে যুক্তি তুলে ধরে আইনজীবীরা বলেছিলেন, রাজধানীর পল্টন থানার যে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে, সেই মামলার এজাহারে তাদের নাম নেই। দু’জনই বয়স্ক এবং অসুস্থ। এ মামলায় এর আগে জামিন পেয়েছেন বিএনপির নেতা আমানউল্লাহ ও আবদুল কাদের ভূঁইয়া। যেকোনো বিবেচনায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাস জামিন পেতে পারেন।