চরফ্যাশনের জোয়ারের পানিতে ভাসছে হাজারো মানুষ

আপডেট: জুলাই ২৪, ২০২১
0

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি
পূর্নিমার অস্বাভাবিক জোয়ারের পানিতে মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার বিভিন্ন এলাকায় মানবতার জীবনযাপন পার করছেন হাজারও মানুষ। এতে চরমানিকা , বিছিন্ন দ্বীপ ঢালচর, কুকরি মুকরি, চরপাতিলা,নজরুল নগরসহ পানি পন্দী রয়েছে। এলাকার সাধারণ মানুষ পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা দুর্ভোগে। তলিয়ে গেছে এসব এলাকার মাছের ঘের, সবজি ক্ষেত, ফসলি জমি ।

এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে মেঘনা নদী শুরু হয়েছে নদী ভাঙ্গণ। অন্যান্য নদ-নদীর ভাঙ্গণ রোধ এবং বেরীবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চলমান থাকলেও এইসব এলাকায় নদীর স্থায়ী ভাঙ্গণরোধ এবং বেরীবাঁধ নির্মাণ করার ওপর মহলের কোনো ভূমিকা নাই বলে জানান স্থানীয়রা। ফলে পানি বৃদ্ধির সাথে সাথে মেঘনা নদী ভাঙ্গন শুরু হয়েছে।

শনিবার(২৪জুলাই)চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাজেদ মুন্সী জানান, মেঘনা নদীর পানি বৃদ্ধির কারণে আমার পুকুর, লেবুর বাগান, পটল ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে আগামী দু-একদিনের মধ্য নিচু এলাকার ঘর-বাড়িতে পানি ঢুকে যাবে।

চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকোশলী মো.মিজানুর রহমান জানান,পূর্নিমার অস্বাভাবিক জোয়ারের পানিতে তেতুলিয়া নদীর ১০ সেন্টিমিটার, এবং মেঘনা নদীর ৬৯ সেন্টিমিটার বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।