চরফ্যাশনে অজ্ঞাত রোগে ৪o মহিষের মৃত্যু

আপডেট: এপ্রিল ২০, ২০২১
0

মোঃ সিরাজুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে চর ইসলাম,চরফারুকী,সহ বিভিন্ন চরে অজ্ঞাত রোগে ৪oটি মহিষের মৃত্যু হয়েছে। এখনও আক্রান্ত আছে প্রায় অর্ধশতাধিক।
স্থানীয় সূত্রে জানা যায়, এ চরে প্রায় ১ থেকে দের হাজার গবাদী পশু রয়েছে।গত ২০ দিন ধরে অজ্ঞাত রোগে ৪০টি মহিষ মারা গেছে।

(L,S,P-A,I ব্রাক ) পশু চিকিৎসক সাঈদ সিকদার বলেন, যেসব মহিষ মারা গেছে তাদের মধ্যে অধিকাংশ সর্দি, পেট ফুলা, মুখ দিয়ে লালা পড়া ও খাবারে অনিহা দেখা দেওয়ায় ৬ থেকে ২৪ ঘণ্টার মধ্যে মারা যাচ্ছে।

মঙ্গলবার (২০ এপ্রিল ) দুপুরে চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা ৫নং ওয়ার্ডের বারেক হাওলাদারে ১টি মহিষ মারা যায়, গত কয়েক দিন আগে চরমানিকা ৩নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের ৬টি,মিনাল রায় ৮টি, রবি হাজারী ৩টি, তপন বিশ্বাস ৪টি, আলম ৪টি, কাঞ্চন মাতাব্বর ৪টি, মুনসুর মুন্সি লঞ্চঘাট ৮টি , দক্ষিণ চর আইচা ৬ নং ওয়ার্ডের বাশু সদার ৩টি মোট ৪০টি মহিষ অজ্ঞাত রোগে মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান বলেন, ‘মহিষ মারা যাওয়ার কারণ এখনও আমরা সনাক্ত করতে পারেনি, তবে আমাদের পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।