চরফ্যাশনে আহাম্মদপুর ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট: মে ৩১, ২০২১
0
file photo

মোঃ সিরাজুল ইসলাম, চরফ্যাশন৷
চরফ্যাশন উপজেলার আহাম্মদ পুর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব ফখরুল ইসলাম ৷

সোমবার (৩১ মে) দিনব্যাপী এমপি জ্যাকবের নির্দেশে ২শত পরিবারের মাঝে চাল. ডাল বিতরণ করা হয়৷

সরেজমিনে দেখা যায়,
ঘূর্ণিঝড় ইয়াস এর
পরবর্তীতে আহাম্মদ পুর ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগে রয়েছে। লবনাক্ত জোয়ারের পানিতে চার দিন ডুবে থাকার পর কতদিনে তাদের জীবনমান স্বাভাবিক হবে তা বলতে পারছেনা কেউ৷ ঘরবাড়ি, চলাচলের রাস্তা, মাছের ঘের, সবজির খামার, গৃহপালিত পশু কোনটাই ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি৷ দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব৷ পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে এই এলাকার মানুষ৷ মারা যাচ্ছে গরু, মহিষ, ছাগল৷

আহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন,
আমার এলাকাটি তেতুলিয়া ও মায়া নদীর তীরবর্তী হওয়ায় ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস এবং বর্ষা মৌসুমের ভরা জোয়ারে গ্রাম তলিয়ে যায়৷ তবে এবারের ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা অন্য যেকোনো দূর্যোগের চেয়ে অনেকাংশে বেশি৷ প্রধান মন্ত্রীর বিশেষ যে ত্রাণ সামগ্রী পেয়েছি তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সমান ভাবে বিতরণ করা হয়েছে৷ এ সময় উপস্থিত ছিলেন, সচিব মোঃ জামাল উদ্দিন, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম, মোঃ ইব্রাহিম, আব্দুল মান্নান, ছালাউদ্দিন ও দফাদার জসিম উদ্দিন প্রমূখ।