চরফ্যাশনে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ’র করোনা ও বজ্রপাত নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত

আপডেট: মে ৮, ২০২১
0

মোঃ সিরাজুল ইসলাম, চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি৷৷

ভোলার চরফ্যাশনে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন “ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ” করোনা ভাইরাস ও বজ্রপাত থেকে বাঁচার জন্য সচেতনতা মূলক প্রচার প্রচারণার আয়োজন করেছেন৷ শনিবার (৮ই মে) সকাল ১০টায় ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে চরফ্যাশন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে
সহকারী কমিশনার (ভূমি)
রিপন বিশ্বাস, প্যানেল মেয়র আবদুল মতিন মোল্লা উপস্থিত ছিলেন৷ এছাড়াও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার উপদেষ্টা- পৌর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আখতারুল আলম সামু, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ নুরুল আমিন, সভাপতি মনির আসলামি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক নাফিস পাটোয়ারী, সহ-সভাপতি ইসরাত জাহান, কো-অর্ডিনেটর তরিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোবাশ্বের আলম নিশাত, আইন বিষয়ক সম্পাদক রব্বি দেওয়ান রাফি, দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম লরেজভী, প্রচার সম্পাদক মেহেদী হাসান, উপ-প্রচার লসম্পাদক সিয়াম, পরিবেশ বিষয়ক সম্পাদক আলভী, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক জিহান। সদস্য, জুয়েনা চৌধুরী, মালা ও জুলিয়া ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷

আয়োজিত অনুষ্ঠানে করোনা ভাইরাসের বিস্তার বন্ধে ও বজ্রপাত থেকে বাঁচার উপায় সম্পর্কে সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানো হয়েছে৷ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন থেকে চরফ্যাশন বাজারে আসা মাস্ক বিহীন ক্রেতা, পরিবহন চালক ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়৷ এমন সচেতনতা মূলক প্রচার প্রচারণার জন্য ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর সকল কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানিয়ে আগামীর সকল সামাজিক কর্মকাণ্ডের সহযোগিতার আশ্বাস দিয়েছেন চরফ্যাশন উপজেলা প্রশাসন৷