চরফ্যাশনে ইয়াস ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও নগদ বিতরনে এমপি জ্যাকব

আপডেট: জুন ২০, ২০২১
0

মো. সিরাজুল ইসলাম চরফ্যাশন(ভোলা)
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মাননীয় প্রধানমন্ত্রীর দেয়ার ত্রাণের টিন ও নগদ অর্থ বিতরণ করেন। শনিবার বেলা ১১টা থেকে দু‘ইউনিয়নের প্রচন্ড বৃষ্টির মধ্যে ৪টি দ্বীপে ইয়াস ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
চরকুকরিমুকরি ইউপির চেয়ারম্যান আবুল হাসেম মহাজন ও ঢালচরের আবদুস ছালাম হাওলাদারের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, ভোলা জেলার মধ্যে চরফ্যাশন এক অভিন্ন এলাকা। তার মধ্যে পর্যটক হিসাবে খ্যত হল চরকুকরি মুকরি।

ঢালচরে রয়েছে “চরতারুয়া” এই সকল পর্যটক এলাকা গুলোতে সৌন্দর্যবর্ধন করতে আমাদের পরিকল্পনা রয়েছে। যাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ পিপাসুরা এখানে ঘুরে আনন্দ উপভোগ করতে পারে।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীণ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস, ঢালচর আওয়ামী লীগের আহবায়ক আবুল কামাল মেম্বার প্রমুখ।
চরনিজাম, ঢালচর, কুকরি মুকরি, ও চরপাতিলা দ্বীপে ৩০ বান্ডিল টেউটিন ও নগদ ৫লাখ টাকা বিতরণ করা হয়।
ছবি এটার্চ
ক্যাপশনঃ চরফ্যাশন বিছিন্ন দ্বীপ ঢালচর ত্রাণ বিতরণ করেন,সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
মো সিরাজুল ইসলাম
চরফ্যাশন প্রতিনিধি