চরফ্যাশনে উপকূলীয় এলাকায় সৌদি সরকারের ত্রাণ বিতরণ

আপডেট: জুন ১২, ২০২১
0

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শনিবার চরফ্যাশন উপজেলার উপকূলীয় এলাকার ৬শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার কর্তৃক চরফ্যাশনে ইয়াসে ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের জন্য পাঠানো হয় এই ত্রাণ।

শনিবার (১২ জুন) বিকেলে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি, জাহানপুর ও চরমানিকা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ করছেন সৌদি কর্তৃপক্ষ।
চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে ২শত, চরমানিকা ইউনিয়নে ২শত

, কুকরি মুকরি ইউনিয়নে ২শত খাদ্যের প্যাকেট তুলে দেন ত্রাণ সংস্থাটির প্রতিনিধি দল।
এসময চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, পৌর মেয়র মোঃ মোরশেদ, সাবেক পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ ও কুকমি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ, চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার উপস্থিত ছিলেন।
মো. সিরাজুল ইসলাম
চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি