চরফ্যাশনে এমপি জ্যাকব’র উন্নয়নের একযুগ পূর্তি অনুষ্ঠান

আপডেট: মার্চ ১৭, ২০২১
0

মোঃ সিরাজুল ইসলাম, চরফ্যাশন প্রতিনিধি৷৷

ভোলা চরফ্যাশনে অনুষ্ঠিত হয়েছে মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা’র সৌজন্যে এমপি জ্যাকব এর উন্নয়নের এক যুগ পুর্তি অনুষ্ঠান৷

মঙ্গল বার (১৬ মার্চ) সকাল ১০ টায় চরফ্যাশন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানের মধ্যে আলোচনা সভা, উন্নয়নের আলোকচিত্র, নাটক আলাদীনের চ্যারাগ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল উল্লেখ যোগ্য৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ বিশেষ অতিথি হিসেবে ভোলা জেলা প্রশাসক তৌফিক এলাহি চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপস্থিত ছিলেন৷ অন্যান্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, নবনির্মিত পৌর মেয়র এইচ এম মোরশেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চলচ্চিত্রের বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, ফেরদৌস, ইমন, সাইমন সহ একঝাঁক শিল্পী৷

এমপি জ্যাকব তার নির্বাচনী এলাকায় অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ, বেগম রহিমা ইসলাম কলেজ, দক্ষিন আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ, নীলিমা জ্যাকব ডিগ্রী কলেজ, দেওয়ানী-ফৌজদারী ও যুগ্ম জেলা জজ আদালত স্থানান্তর, ৮টি নতুন ইউনিয়ন, ৩টি পুলিশ তদন্ত কেন্দ্র, ৩টি থানা স্থাপন, পানি উন্নয়ন বোর্ডের পুর্ণাঙ্গ বিভাগ স্থাপন, দক্ষিন এশিয়ায় সর্বোচ্চ ওয়াচ টাওয়ার “জ্যাকব টাওয়ার”, ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, বেতুয়া প্রশান্তি পার্ক স্থাপন, ৪টি সাব রেজিষ্ট্রি ভবন, চরফ্যাসন পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীতকরণ, চরফ্যাসন সরকারি কলেজ ও ফাতেমা মতিন মহিলা কলেজে অনার্স কোর্স চালু, দুলারহাট, শশীভূষণ, দক্ষিণ আইচায় এইচএসসি, এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র স্থাপন, ঈদগাঁহ, খাসমহল জামে মসজি, চরফ্যাসন সরকারি কলেজ জামে মসজিদ নির্মাণ ও চরফ্যাসন-মনপুরা এলাকা নদীভাঙ্গন রোধ প্রকল্প অনুমোদন সহ প্রায় ৩ হাজার কোটি টাকার রাস্তা-ঘাট, পুল, কালভার্ট নির্মাণ করে ইতিহাস সৃষ্টি করেছেন।