চরফ্যাশনে ফলের দামে ডোঙ্গা বিক্রি! ৬ ব্যবসায়ী কে জরিমানা

আপডেট: মে ২, ২০২১
0

মোঃ সিরাজুল ইসলাম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।বাংলাদশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণে সব যেন থমথমে।এখনো উৎপাদন সম্ভব হয়নি সুনির্দিষ্ট কোনো প্রতিষেদক।বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী শরীরের প্রয়োজনীয় খাদ্য খাওয়া বাচার একমাত্র উপায়।তাছাড়া রমজান মাসে অনেকেই ইফতারে একটু ফলমুল খেতে সাচ্ছন্দ্য বোধ করেন।

এ সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যাবসায়ীরা ফল বিক্রির সময় ডোঙ্গার নিচের অংশে কয়েক পরতের মোটা কাগজ/বোর্ড কাগজ দিয়ে কিংবা অন্য কাগজ ভাজ করে দিয়ে সেই ঠোঙাসহ ওজন করে ফল বিক্রি করেন।একেকটা ডোঙ্গার ওজন হয় ৮০ গ্রাম থেকে ১০০ গ্রাম।এভাবেই প্রতিনিয়ত প্রতারণা করা হচ্ছে ক্রেতাসাধারনের সাথে।এমনটাই চিত্র দেখা যায় চরফ্যাশনের বিভিন্ন বাজারের ফলের দোকানগুলোতে।

এসব প্রতারণার বিরুদ্ধে রবিবার দুপুরে জনস্বার্থে চরফ্যাশনের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।এসময় ৬ জন ফল দোকানদারকে ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।