চরফ্যাশনে বাল্য বিয়ের প্যান্ডেল গুড়িয়ে দিলেন ইউএনও

আপডেট: জানুয়ারি ১৩, ২০২২
0

চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি
চরফ্যাশন উপজেলার নুরাবাদ ৩নং ওয়ার্ডে বাল্য বিয়ের প্যান্ডেল ভেঙে গুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের নির্দেশে ইউপির সদস্য। বৃহম্পতিবার সাড়ে ১২ সময় স্থানীয় ইউপির সদস্য মো.মনির হোসেন, গ্রামপুলিশ নুরুল ইসলামের এই উদ্যোগ গ্রহণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নুরাবাদ ২নং ওয়ার্ডের কামাল হোসেন ছেলে ইউসুফ সাথে ৩নং ওয়ার্ডের আঃ জলিল মেয়ে ৯ম শ্রেণির শিশুর সাথে বিয়ের আয়োজন করা হয়। বৃহম্পতিবার দুপুরে জাকজমক ভাবে কনের বাড়ীতে বউভাতের আয়োজন করা হয়।

স্থানীয় ইউপির সদস্য মো. মনির হোসেন নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে নির্বাহী কর্মকর্তা আল নোমান ভেঙ্গে গুড়িয়ে দেয়ার নির্দেশ প্রদান করলে প্যান্ডেল ভেঙে পেলে।

নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, ওমিক্রনের মধ্যে বাল্য বিয়ের আয়োজন করা খুবই দুঃখজনক। বাল্য বিয়ের ব্যপারে কাউকে ছাড় দেয়া হবেনা।
ছবি এটার্চ
ক্যাপশনঃ চরফ্যাশনে কনের বাড়ীতে বাল্য বিয়ের প্যান্ডেলটি ভেঙে দেয়া হয়।