চরফ্যাশন পৌরসভার প্রায় সাড়ে ৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট: জুন ২৮, ২০২১
0

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি
নতুন কোনো করারোপ ছাড়াই দ্বীপ জেলা চরফ্যাশন পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৬৯ কোটি ১৩ লাখ ৫১ হাজার টাকার ২শত ৭টা বাজেট ঘোষণা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ মোরশেদ।
সোমবার (২৮ জুন) দুপুর ১২টায় চরফ্যাশন পৌরসভা মিলনায়তনে সুশীলসমাজের প্রতিনিধি, সাংবাদিক, পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা ও সংবাদ সম্মেলন করা হয়।
প্রথম শ্রেণির এ পৌরসভার বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০ কোটি ২ লাখ ১০ হাজার ৮ শত চুয়াত্তর টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৫৮ কোটি ১০ লাখ টাকা। বাজেটে সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৮২ লাখ ৫৬ হাজার ৯ শত ৮৮ টাকা।
সাংবাদিকদের উদ্দেশ্য পৌর মেয়র মোঃ মোরশেদ বলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে জনকল্যাণমুখী কার্যক্রমকে প্রধান্য দেয়া হয়েছে এ বাজেটে। এছাড়া পূর্বঘোষিত কর্মসূচিসমূহ অব্যাহত রেখে যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিধন, ড্রেন ও রাস্তা নির্মাণ, টিউবয়েল স্থাপন, সড়কে বাতি স্থাপন, বৈশ্বিক মহামারি করোনা প্রাদুর্ভাব রোধে বিভিন্ন পদক্ষেপ সহ নানান উন্নয়নমূলক কর্মকান্ডে ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতায় এ বাজেট বাস্তবায়নে চরফ্যাশন পৌরসভাকে একটি অত্যাধুনিক পৌরসভায় পরিণত করা সম্ভব বলে মনে করেন পৌর মেয়র।
অনুষ্ঠানে চরফ্যাশন পৌরসভার সচিব শামিম হাসান, প্যানেল মেয়র মোস্তাহিদুল হক তানভীর ও আবদুল মতিন মোল্লা, কাউন্সিলর আক্তারুল আলম সামু, মিজানুর রহমান মনজু, সাংবাদিক এম আবু সিদ্দিক, আমির হোসেন, কামরুল সিকদার সহ চরফ্যাশন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।