চলাচল সীমিত করার লক্ষ্যে আগামীকাল থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

আপডেট: মার্চ ৩০, ২০২১
0

নিজস্ব প্রতিবেদক:
চলাচল সীমিত করতে গণ পরিবহনে অর্ধেক যাত্রী বহন করবে। আগামীকাল বুধবার থেকে গণপরিবহন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। যে কারণে গণ পরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল থেকেই এই ভাড়া কার্যকর হওয়ার কথা রয়েছে।

করোনা সংক্রমণ রোধে ধারণ ক্ষমতার ৫০ ভাগ যাত্রী নিয়ে গণপরিবহন পরিচালনার নির্দেশনা আসার পর এই নির্দেশনা দেয়া হয়েছে এবং দুই সপ্তাহের জন্য এ নির্দেশনা বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে, রেলে অর্ধেক যাত্রী বহন করা হবে। রেলে অর্ধেক টিকেট বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি ও করোনার সংক্রমণরোধে অন্যান্য বিধি অনুসরণ করে ট্রেনে যাত্রী ও মালপত্র পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ রাখার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার ইতিমধ্যেই ১৮ দফা নির্দেশনা জারি করেছে।