চাঁদপুরে পর্যটন কেন্দ্র দখল করতে গিয়ে গুলি : মায়া চৌধুরীর ছেলের বিরুদ্ধে মামলা

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২১
0

চাঁদপুরে পর্যটন কেন্দ্র দখল করতে গিয়ে গুলি করায় আওয়ামীলীগ নেতা সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দিপুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কাল বুধবার চাঁদপুরের অতিরিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে মতলব উত্তরের মোহনপুর পর্যটনকেন্দ্রের ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে এ মামলা করেন।

বাদী তার অভিযোগপত্রে উল্লেখ করেন, মোহনপুর পর্যটনকেন্দ্রের জেনারেল ম্যানেজার তিনি। আসামিরা আন্তর্জাতিক সন্ত্রাসী, হিংস্র প্রকৃতির, নারায়ণগঞ্জ সাত খুনের মাস্টারমাইন্ড, দুর্ধর্ষ, বেপরোয়া, অত্যাচারী, মানুষের জানমালের এবং শান্তির জন্যে হুমকিস্বরূপ। বাদীপক্ষের পর্যটনকেন্দ্রটি জোরপূর্বক, বেআইনিভাবে দখলে নেওয়ার জন্য ঘটনার পূর্ব হতেই বাদীপক্ষকে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছেন।
ঘটনার দিন অর্থাৎ গত ১২ ফেব্রুয়ারি আসামিরা অর্ধশত সন্ত্রাসীসহ বেআইনি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শর্টগান, বন্দুক, পিস্তল, রিভলবার ইত্যাদিসহ অতর্কিত পর্যটনকেন্দ্রের সামনে হাজির হয়।

এ সময় পর্যটনকেন্দ্রের মালিক এবং ১/২/৩ নম্বর সাক্ষীকে হত্যার উদ্দেশ্যে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে ২ নম্বর সাক্ষীকে হত্যার উদ্দেশ্যে মামলার এক নম্বর আসামি গুলি ছোড়েন। এমন পরিস্থিতিতে ঘটনাস্থলে গুলির শব্দ শুনে এলাকার লোকজন এগিয়ে এলে আসামি গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্তপূর্বক আলামত উদ্ধার করে প্রতিবেদন জমা দিতে মতলব উত্তর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।