চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ শামসুদ্দীন আহমদ আর নেই

আপডেট: ডিসেম্বর ১৫, ২০২১
0

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ ও সরকারি বরিশাল বিএম কলেজ এবং পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সর্বজন শ্রদ্ধেয় শামসুদ্দীন আহমদ (৮৮) আর নেই।

১৫ ডিসেম্বর বুধবার ভোর সোয়া ৬টায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শামসুদ্দীন আহমদ বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শরীফ উদ্দীন আহমদ কিসলুর বাবা। বাদ মাগরিব বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হবে। তার মৃত্যুতে পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি,বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান,শেরে বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাইয়াজুল হক রাজু,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যানর আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,চাখার সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ মহম্মদ আ. রব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাংবাদিক ও কলামিষ্ট সোহেল সানি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখ.১৫-১২-২০২১ইং