চারঘাটে রসুন তুলতে ব্যস্ত চাষিরা,এবারে বাম্পার ফলন

আপডেট: এপ্রিল ৭, ২০২১
0

আবু সুফিয়ান,চারঘাট;

খরচ কম, ফলন বেশি ও বাজারে চাহিদা বেশি থাকায় প্রতিবছরই
রাজশাহীর চারঘাট উপজেলায় রুসুন চাষ করে থাকেন চাষীরা। প্রতি
বছরের চাইতে তুলনামূলক এ বছর রসুনের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে
প্রায় শেষের পথে রসুন তোলা। মৌসুমের শুরুতে চাহিদা ও দাম ভালো
পাওয়ায় খুশি কৃষক।

উপজেলায় মাঠের পর মাঠে এখন রসুন তোলায় ব্যস্ত সময় পার করছেন
চাষীরা। এবছর ফলন ভালো হয়েছে। কোথাও কোথাও খেতেই চলছে
বেচাকেনা। তবে উৎপাদিত রসুনের সঠিক বাজার দর নিয়ে কিছুটা
হতাশায় রয়েছেন এই অঞ্চলের রসুন চাষিরা।

চারঘাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর চাষে প্রতি
হেক্টর প্রতি চাষে ১০ টন ও বিনা চাষে ১১ টন রসুনের ফলন হয়েছে।
চাষীরা জানিয়েছেন, মৌসুমের শুরুতে রসুনে দাম ভালো। প্রতি মন
কাঁচা রসুন ১২শ’ থেকে ১৫শ’ টাকায় বিক্রি হচ্ছে ।

চারঘাট উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি বিঘা
জমিতে রসুনের বীজ বপণ থেকে শুরু করে নিরানী ও সার দেওয়া পর্যন্ত ১০
থেকে ১২ হাজার টাকা খরচ হয়। আর যদি ফলন ভালো হয় তাহলে বিঘা
প্রতি ৩০ থেকে ৩৫ মণ রসুন উৎপাদন হয়। প্রতি মণ রসুন বিক্রি করা

হয় ১২শ’ থেকে ১৫শ’ টাকায়। এতে বিঘা প্রতি ৪০ থেকে ৫০ হাজার
টাকার রসুন বিক্রি করা যায়।
রসুনের আবাদ বাড়াতে কৃষকদের সার্বিক সহায়তা দেয়া হয়েছে বলে
জানিয়েছেন চারঘাট উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।
চারঘাট উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শামীম আহমেদ বলেন,
বর্তমানে চারঘাট উপজেলার কৃষকদের কাছে রসুন অর্থকরী ফসল হয়ে
উঠেছে। এছাড়া এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে। খরচ কম ও অধিক
লাভ হওয়ায় বর্তমানে এই ফসলের ব্যাপক হারে চাষ হচ্ছে। রসুন চাষে
কৃষককে উৎসাহিত ও সহযোগিতা করতে মাঠ পর্যায়ে কাজ করছে
উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।