চুয়েটের রসায়ন বিভাগে ন্যানোটেকনোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৩, ২০২২
0

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর রসায়ন বিভাগের আয়োজনে “ন্যানোটেকনোলজি: স্মল থিংস ম্যাটার অ্যান্ড হ্যাভ পাওয়ার টু ট্রান্সফর্ম এনার্জি, হেলথ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট” (Seminar on Nanotechnology: Small Things Matter and Have Power to Transform Energy, Health and the Environment) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার), ২০২২ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায় রসায়ন বিভাগের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উক্ত সেমিনারের উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।

সেমিনারের স্পিকার ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোরের কোপিন স্টেট ইউনিভার্সিটির ন্যাচারাল সায়েন্স বিভাগের সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. জামাল উদ্দিন। রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ম.ক. মোহাম্মদ জিয়াউল হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব ড. শাশ্বত রবি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “রসায়ন জ্ঞান-বিজ্ঞানের একটি মৌলিক শাখা। চুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয় হলেও রসায়নের মতো মৌলিক জ্ঞানের উপর নির্ভর করতে হয়। এই শাখায় গবেষণার বিশাল সুযোগ রয়েছে। চুয়েট প্রশাসন গবেষণার জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে দৃঢ়প্রতিজ্ঞ। বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে হলে গবেষণায় মনযোগ বাড়াতে হবে। বর্তমান সরকারও গবেষণা খাতে গুরুত্ব দিচ্ছে। আমাদের সেই সুযোগ কাজে লাগাতে হবে। বিশ্বের আধুনিক বিজ্ঞান ও গবেষণার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।”