চুয়েট গণিত বিভাগের পোস্টগ্র্যাজুয়েট ওরিয়েন্টেশান অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ৪, ২০২১
0

চুয়েট গণিত বিভাগের পোস্টগ্র্যাজুয়েট ওরিয়েন্টেশান অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের পোষ্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের ওরিয়েন্টেশান আজ ০৩ অক্টোবর, ২০২১ খ্রি. বিভাগের সিম্যুলেশন ল্যাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথি বলেন, গবেষণা সংশ্লিষ্ট উচ্চশিক্ষায় সাফল্য লাভের জন্য শিক্ষার্থীদের সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণিত বিভাগ হতে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী পোষ্টগ্রাজুয়েট ডিগ্রী অর্জন করে দেশে-বিদেশে সুনামের সাথে গবেষণা করছে।

সভায় পোষ্টগ্রাজুয়েট সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী নিয়ে বক্তব্য রাখেন বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. সুনীল ধর ও অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম এবং সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপিকা ফারজানা ফেরদৌস। পরবর্তীতে বিদায়ী ডীন অধ্যাপক ড. মোঃ রেজাউল করিমকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।