ছাতকে প্রতিপক্ষের হামলায় শিশু নিহত

আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২১
0

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মারিয়া আক্তার নামে ৪ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুটি উপজেলার নোয়ারাই ইউনিয়নের কচুদাইড় গ্রামের আনু হোসেনের মেয়ে।

রোববার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কচুদাইড় গ্রামের আনু হোসেনের সাথে পাশ^বর্তী দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামের রশিদ মিয়ার সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। রোববার সকালে আনু হোসেন মিয়ার ধানের জমিতে ক্ষেত করতে যান রশিদ মিয়া পক্ষের লোকজন।

এসময় আনু হোসেন তার জমিতে চাষাবাদে বাঁধা দেন। এক পর্যায়ে প্রতিপক্ষের একজন কোদাল দিয়ে আঘাত করলে দাদীর পাশে দাড়িয়ে থাকা শিশু মারিয়া আক্তার গুরুতর আহত হয়।

তাকে প্রথমে ছাতক উপজেলা সদর হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পর চিবিৎসাধীন অবস্থায় শিশু মারিয়া আক্তারের মৃত্যু হয়। থানার ওসি শেখ মো. নাজিম উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ বিরোধকৃত এলাকা পরিদর্শন শেষে ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।