ছিনতাই প্রস্তুতির সময় অস্ত্রসহ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

আপডেট: এপ্রিল ২৫, ২০২১
0

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা হতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাং নুরু গ্রুপের ৪ (চার) সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-২।
র‌্যাব-২ এর আভিযানিক দল গোয়েন্দাসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২ এপ্রিল শেষ রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন আজিজ খান রোডের অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় কয়েকজন দুষ্কৃতিকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সংঘবদ্ধ ছিনতাইকারী সক্রিয় সদস্য কিশোর অপরাধী মোঃ নুরুল ইসলাম (১৭), মোঃ লিমন (১৬), মোঃ রকি মিয়া (১৭), মোঃ জমির হোসেন (১৬)দেরকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করতে সক্ষম হয়।

আটককৃত কিশোর অপরাধীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই স্থানীয় কিশোর নুরুল গ্যাং এর সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষকে তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র ধারা ভয় দেখিয়ে টাকা, স্বর্ণ অলংকার, মোবাইল এবং মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে পালিয়ে যায়।

এছাড়া তাদের নিকট হতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।