জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যাক্তি ঢামেকে মৃত্যু

আপডেট: মার্চ ২৩, ২০২১
0

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ মিলন হাওলাদার (৪৫) আহত ব্যাক্তি ঢামেকে মৃত্যু হয়েছে।

শরিয়তপুর জেলার নাড়িয়া উপজেলার চাদনী৷ গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে।

সোমবার (২৩ মার্চ) দিবাগত-রাত তিন টার দিকে ঘটনাটি ঘটে।

ঐ দিন রাতেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মঙ্গলবার ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাগিনা নাজিম হোসেন জানিয়েছেন, মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার চড় পানিয়া গ্রামে তাদের বাসা। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৯ মার্চ স্থানীয় মেম্বার ফারুক ও কামিজ উদ্দিন কামুর লোকজনের সাথে বিরোধ হয়। এবং মারামারি ঘটনা ঘটে।

যার কারনে আমাদের বাসায় সকল পুরুষরা সবাই অন্যত্র চলে যায়।
গত ১১ মার্চ মামা মিলন আমাদের বাসায় বেড়াতে আসেন।

বাড়িতে শুধু মহিলারা ছিলেন। সোমবার দিবাগত রাত আনুমানিক তিন টার দিকে (২৩ মার্চ) ফারুক ও কামু গ্রুপের লোকজন বাসায় গিয়ে মামা মিলন কে দেশিও অস্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন এবং ভাংঙ্গচুড় করে ঘড়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে মামা কে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর মামাকে মৃত বলে জানান।

বিকালে ময়নাতদন্তের জন্য শাহবাগ থানার পুলিশ তার সোহরত হাল প্রতিবেদন তৈয়ার করেন।