জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ছাড়ল বাংলাদেশ

আপডেট: জুলাই ২১, ২০২১
0
file photo

টানা তিন জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল তামিম ব্রিগেড।

মঙ্গলবার হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের আনন্দে মাতে সফরকারী শিবির।

টস হেরে আগে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতে ২৯৮ রানে অল আউট জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশ ২ ওভার হাতে রেখে ৫ উইকেটে করে ৩০২ রান। সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তামিম ইকবাল।লক্ষ্যটা ছিল চ্যালেঞ্জিং। জিততে হলে করতে হবে ২৯৯ রান। সে লক্ষ্যে শুরু থেকেই বাংলাদেশ খেলেছে দায়িত্ব নিয়ে। উদ্বোধনী জুটিতেই উড়ন্ত সূচনা। তামিম-লিটন যোগ করেন ৮৮ রান। থিতু হয়ে লিটনের বিদায়।

অফ স্পিনার ওয়েসলি মাধেভেরের ডেলিভারিটি এমন কিছু ছিল না। অফ স্টাম্পের বাইরে সাধারণ ডেলিভারি। লিটন চাইলেন লম্বা পা বাড়িয়ে সুইপ করতে। বল তার ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ শর্ট ফাইন লেগে। ৩৭ বলে ৩২ রান করে ফেরেন লিটন।লিটনের সঙ্গী তখন সাকিব আল হাসান। উইকেটে যাওয়ার পরপরই দারুণ এক ছক্কা হাঁকান সাকিব আল হাসান। ১৬.৩ ওভারে আসে বাংলাদেশের শতরান। বাংলাদেশের জন্য এটা বড় স্বস্তি। এই ম্যাচের আগে টানা ছয় ম্যাচে ১০০ তুলতেই চার উইকেটে হারাতে হয়েছিল দলকে।

তামিম-সাকিবের জুটি ফিফটির পর এগোতে পারল না বেশিদূর। ৪২ বলে ৩০ রান করে আউট হন সাকিব। লুক জঙ্গুয়ের বলটি ছিল অফ স্টাম্পের বেশ বাইরে, লেংথ বল। একটু স্লোয়ারও ছিল। সাকিব হুট করে হারিয়ে ফেলেন নিজের ওপর নিয়ন্ত্রণ। জায়গায় দাঁড়িয়েই চালিয়ে দেন ব্যাট। বল গ্লাভসে নিয়েই কিপার উল্লাসে মাতেন। সাকিব হাত ইশারায় ওয়াইডের মতো ভঙ্গি করেন। তবে আম্পায়ার তুলে দেন আঙুল।