টনের্ডোর আঘাতে পটুয়াখালীতে ১ জনের মৃত্যু

আপডেট: জুলাই ৩, ২০২২
0

মু,হেলাল আহম্মেদ(রিপন)
পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী শহরস্থ চরপাড়ার স্বনির্ভর রোডস্থ লাউকাঠি নদীর পাড়ে টনের্ডোর আঘাতে শাহীন হাওলাদার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

অদ্য ৩রা জুলাই রবিবার দুপুর ১.০০ টার সময় হঠাৎ করেই ৩০ সেকেন্ডের টর্নেডো হয় এ সময় নদীতে গোসল করতে নামার অপেক্ষায় থাকা নিউ মাকেটের মাছ ব্যবসায়ী শাহীন হাওলাদার মৃত্যু হয়।

পটুয়াখালী শহরস্থ পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের চরপাড়া নিবাসী মোঃশাহিন হাওলাদারকে টনের্ডোর আঘাতে উড়িয়ে নিয়ে নদীতে ফেলে দেয়। এর সাথে সাথে টনের্ডোর একটি উড়ন্ত ঘড়ের টিন তার গায়ে পরে ওই ঘরের টিনে তার ঘাড় আলাদা হয়ে যায়। বহু ঘড় উড়িয়ে নিয়ে নদীতে ফেলে এতে কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়াও একজন রিক্সাওয়ালা আহত হন।

এ ঘটনার পরপরই খবর পেয়ে রেড ক্রিসেন্ট ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।