ডিএনসিসি ও বিআরটিএ’র মোবাইল কোর্টে ১৫ মামলায় ৩৫ হাজার ৪০০ টাকা জরিমানা

আপডেট: অক্টোবর ৪, ২০২১
0

ঢাকাঃ ৪ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ; রোজ- সোমবার:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র যৌথ উদ্যোগে বাস রুট রেশনালাইজেশনের আওতায় পরিচালিত মোবাইল কোর্টে ১৫টি মামলায় ৩৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ ৪ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ রোজ- সোমবার রাজধানীর মিরপুর এলাকায় গাড়ীর ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্সটোকেন না থাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ১২ হাজার ৪০০ টাকা এবং বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার পরিচালিত মোবাইল কোর্টে ৮টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৫টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৩৫ হাজার ৪০০ টাকা। এছাড়াও একটি গাড়ী ডাম্পিং স্টেশনে প্রেরন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসি এবং বিআরটিএ’র সংশ্লিট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।