ডুমুরিয়ায় ইলেক্ট্রনিক্স দোকানে অগ্নিকাণ্ডে ৩ লক্ষ টাকার ক্ষতি

আপডেট: ডিসেম্বর ৩১, ২০২২
0

খুলনা ব্যুরোঃ
ডুমুরিয়া উপজেলার রঘুনাখপুর বাজারে সেজুতি এন্টারপ্রাইজে বৃহস্পতিবার রাতে এক অগ্নিকাণ্ডে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে শত্রুতামূলকভাবে আগুন দিয়েছে বলে দোকান মালিকের অভিযোগ।

সেজুতি এন্টার এন্টারপ্রাইজের মালিক আঃ রহমান জানান; বৃহস্পতিবার রাত ১১ টার দিকে দোকানে অগ্নিকাণ্ডের বিষয়টি দেখে লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং আমাকে খবর দেন। তাৎক্ষণিকভাবে ছুটে এসে দেখি দোকানে রাখা এলইডি বাল্ব, প্যানেল লাইট, সুইজ বোর্ড, ডিবি বক্সসহ ইলেক্ট্রনিক্স সামগ্রীর কয়েকটি কার্টুন পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। যার নং ১৮০০ । ঘটনা জেনে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি মÐল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটা বিড়ি বা সিগারেটের আগুন থেকে সূত্রপাত হতে পারে।

এ বিষয়ে রঘুনাথপুর বাজার কমিটির সভাপতি এ এম আমিনুর রহমান বলেন; ঐখানে বখাটে প্রকৃতির ছেলেরা আড্ডা দেয়। হয়তো বিড়ি সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়েছে। তবে বেশকিছু ক্ষয় ক্ষতি হয়েছে।

মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী