ডুমুরিয়ায় জলাবদ্ধতা দূরীকরণে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

আপডেট: নভেম্বর ২৫, ২০২১
0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতাঃ
হামকুড়া, পশ্চিম শালতা ও হরি নদী অববাহিকায় টিআরএম চালু, মাগুরখালি ইউনিয়নের সুখ নদীর নেট পাটা উচ্ছেদ, নদী অবৈধ দখল মুক্ত এবং পরস্পরের সংযোগ প্রদানের দাবিতে বুধবার দুপুরে প্রধান মন্ত্রী বরাবরে স্মরকলিপি দিয়েছে ডুমুরিয়া উপজেলা পানি কমিটি।
বে-সরকারী সংস্থা উত্তরণ পরিচালিত পানি কমিটির সভাপতি ডা. খান মোহাম্মাদ আলীর সভাপতিত্বে শহীদ শেখ মজিদ অডিটরিয়ামে এক আলোচনা সভাশেষে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ’র মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রয়ি পানি কমিটির সভাপতি এ বি এম শফিকুল ইসলাম, উপজেলা পানি কমিটির সম্পাদক শেখ সেলিম আকতার স্বপন, তালা উপজেলা পানি কমিটির সম্পাদক জিল্লুর রহমান, ডুমুরিয়া উপজেলা পানি কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, জি এম আব্দুস সালাম, শেখ মাহতাব হোসেন, এস এম সুলতান আহম্মেদ, দিলীপ কুমার সানা, আব্দুল আজিজ আকুঞ্জী, অর্চনা ফৌজদার, ইউসুফ খান প্রমুখ।