ডুয়েটে দু’দিন ব্যাপী কর্মশালা শুরু

আপডেট: অক্টোবর ২৭, ২০২১
0

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপ্মেন্ট অব ওবিই কারিকুলাম’ বিষয়ক দুইদিন ব্যাপী কর্মশালা বুধবার শুরু হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান ভাচুর্য়ালি সংযুক্ত হয়ে এ কর্মশালার উদ্বোধন করেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান। দুইদিন ব্যাপী এ কর্মশালায় টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করবেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন- আধুনিক শিক্ষা ব্যবস্থায় ওবিই (Outcome Based Education)
-এর পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরাসরি দেশের জনগণের কাজে লাগে এমন আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে যুক্ত হতে হবে। এছাড়া তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনকে লালন করে দেশ প্রেমের মন্ত্রে উজ্জ্বীবিত হয়ে গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য শিক্ষকদের নানা দিক-নির্দেশনা দেন।