ড্রেস মেকিং ব্লক প্রিন্ট ও ই-মার্কেটিং প্রশিক্ষণ সমাপ্ত

আপডেট: মার্চ ১১, ২০২১
0

চট্টগ্রামের রাউজানে ড্রেস মেকিং-কাটিং সুইং ও ব্লক প্রিন্ট নিয়ে দুটি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। বেকার নারীদের জন্য ৫ দিনব্যাপী কর্মশালা দুটি যৌথভাবে আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

এতে ৩০ জন বেকার ও শিক্ষিত নারীকে বিনামূল্যে শেলাই, পোশাকে নকশা তৈরী, ব্লক ডিজাইন ও প্রিন্টের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এদিকে রাজধানীর উত্তরায় ‘ই-কমার্স ও ই-মার্কেটিং ফর এসএমই’ শীর্ষক এক আবসিক প্রশিক্ষণ শেষ হয়েছে। উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে চার দিনব্যাপী এ কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।

প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রিজম প্রকল্পের জুনিয়ার এক্সপার্ট এসএম সোহেল রানা । এতে ১৯ জন বিসিক কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেন। বৃহস্পতিবার বিকেলে কর্মশালার সমাপনী শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ শফিকুল আলম ও প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত।