ঢাবিতে ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২২
0

আজাদ ভুঁইয়া, স্টাফ রিপোর্টার :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি -সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীতে জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার বিকেলে জেলা শহর মাইজদীতে এ কর্মসূচি পালিত হয়েছে।

নোয়াখালী জেলা ছাত্রদল দাবি করেন,
মঙ্গলবার বিকেলে পূর্ব নির্ধারিত কর্মসূচীর আলোকে ঢাবিতে উপাচার্য প্রক্টর ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গেলে ছাত্রদল নেতৃবৃন্দের উপর অতর্কিতভাবে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায় ছাত্রলীগ ক্যাডাররা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের উপর ছাত্রলীগের ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা শহর মাইজদী প্রধান সডকে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল। মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল এর সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু হাছান মোঃ নোমান, সহ সভাপতি মোঃ রাসেল, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ চৌধুরী, সদস্য সচিব হাবিবুর রহমান, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব জিহাদুল ইসলাম সজীব সহ জেলা, উপজেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখূ সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।