তনু হত্যার ৬ বছর : রহস্য উন্মোচিত না হওয়ায় পরিবারের ক্ষোভ

আপডেট: মার্চ ২০, ২০২২
0

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু।
অর্ধযুগ আগে গোপন হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তনু হত্যার ৬ বছর পূর্ণ হয়েছে রোববার। আলোচিত এই হত্যাকাণ্ডের এখনো কোনো কূল-কিনারা করতে পারেনি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তনুর পরিবারের সদস্যরা।

দীর্ঘ এই সময়েও তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত না হওয়ায় অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েছেন তনুর মা-বাবা ও অন্যান্যরা।

গত ৬ বছরে তনুর মৃত্যু নিয়ে একের পর নানা রহস্যের জন্ম দেয়।

তবে মামলার সর্বশেষ তদন্ত সংস্থা পিবিআই তদন্তে তনুর পরিবারকে আশার আলো দেখালেও তারাও (পিবিআই) এখন আর তনুর পরিবারের সাথে যোগাযোগ রাখছে না। এমন অভিযোগ তনুর পরিবারের।

তনুর মা আনোয়ারা বেগম বলেন, করোনার জন্য গত বছরও বাড়ি যাওয়া হয়নি। বাড়ি গেলে কষ্ট আরো বেড়ে যায়। তিনি বলেন, পিবিআইয়ে মামলা যাওয়ার পর আশা করেছিলাম ন্যায়বিচার পাবো।

কিন্তু বারবার মামলার তদন্ত কর্মকর্তা বদল ছাড়া আর কোনো আশার কথা শুনিনি এখনো। আর কতদিন মেয়ে হত্যার বিচারের জন্য চোখের পানি ফেলতে হবে জানি না।