তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে স্বাস্থ্যমন্ত্রী বরাবর ১৫২ সংসদ সদস্যের সুপারিশ

আপডেট: জুলাই ১৪, ২০২৪
0

অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের সুপারিশ করেছেন ১৫২ জন সংসদ সদস্য। বিদ্যমান তামাক নিয়ন্ত্রন আইন সংশোধনের খসড়া প্রস্তাবনা দ্রুত পাশের উদ্যোগ গ্রহণে সংসদ সদস্যদের সুপারিশ স্বাস্থ্য মন্ত্রী বরাবর প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে ‘বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং’ এর চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপির পক্ষে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম ১৫২ জন সংসদ সদস্যের স্বাক্ষরিত অফিসিয়াল সুপারিশ পত্র (ডিও লেটার) এবং বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন প্রদান করেন। এতে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে সংসদ সদস্যদের গৃহীত পদক্ষেপের রূপরেখা তুলে ধরা হয়েছে।

সংসদ সদস্যদের এসব সুপারিশের মধ্যে রয়েছে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করা, বিক্রয়স্থলে তামাক দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম নিষিদ্ধ করা, খুচরা বিক্রি বন্ধ করা, সচিত্র স্বাস্থ্য সতর্কতার ওপর জোর দেওয়া এবং ই-সিগারেট এবং হিটেড টোব্যাকো প্রোডাক্টস (এইচটিপি) নিষিদ্ধ করা।

স্বাক্ষরকারী একাদশ জাতীয় সংসদের ১৫২ জন এমপির মধ্যে রয়েছেন আ. ক. ম. মোজাম্মেল হক, ড. মো. আব্দুস শহীদ, অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সিমিন হোসেন রিমি, মেহের আফরোজ চুমকি, মো. আক্তারুজ্জামান, আহসানুল ইসলাম টিটু, ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, আফতাব উদ্দিন সরকার, আরমা দত্ত প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রায় ৪ কোটির কাছাকাছি মানুষ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তামাক ব্যবহার করে। বছরে দেশের প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায় এই তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে। তাছাড়া, বাংলাদেশ তামাকের কারণে প্রতিবছর প্রায় ৭ হাজার ৬৬০ কোটি টাকা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়।

উল্লেখ্য, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন , বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এর সাচিবিক দায়িত্ব পালন করে।