‘বর্বর’ তালেবানরা কেন এখনো আফগানিস্তানে এতো জনপ্রিয় – প্রশ্ন ড.আসিফ নজরুলের

আপডেট: আগস্ট ১৬, ২০২১
0

উন্নয়ন. নারী শিক্ষা, মানবাধিকার, গনতন্ত্র সব দিয়েও ২০ বছরে কারজাই আর গনিরা আফগান মানুষের মন জয় করতে পারলোনা কেন? কেন তাদেরই সেনাবাহিনী তাদের জন্য যুদ্ধ করার তাগিদ অনুভব করেনি কাবুলে? কেন বর্বর আর পশ্চাৎপদ বলে অভিযুক্ত তালেবানরা তাদের চেয়ে এখনো জনপ্রিয়?

তালেবানদের গালি দেয়ার আগে এসব প্রশ্নের উত্তর খোঁজা উচিত। আফগানিস্তানের মানুষকে একবার কম্যুনিষ্ট আরেকবার সেকুলার বানানোর চেষ্টা হয়েছে, আফগান থাকতে দেয়া হয়নি। তালেবান উত্থানের পেছনে এর ভূমিকাও সৎভাবে চিন্তা করা উচিত।

আমি চাই আফগানিস্তান হোক প্রকৃত অর্থে আফগান মানুষের। আমি চাই আফগানিস্তানের উদাহরণ থেকে এই উপলদ্ধি আসুক যে ভূয়া নির্বাচন, চাপিয়ে দেয়া উন্নয়ন ও উপরতলার মূল্যবোধ তাসের ঘরের মতো ভেঙ্গে যেতে পারে এক মূহূর্তে।