তালেবান একাই আইএস নির্মূলের ক্ষমতা রাখে আমেরিকার প্রয়োজন নেই: তালেবান

আপডেট: অক্টোবর ১৫, ২০২১
0

তালেবান একাই আইএস জঙ্গিদের মোকাবেলার ক্ষমতা রাখে এবং এ ক্ষেত্রে তাদের আমেরিকার কোনো সহযোগিতার প্রয়োজন নেই। জাতিসংঘে তালেবানের প্রস্তাবিত প্রতিনিধি সুহাইল শাহিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।

এই তালেবান নেতা বলেন, তালেবান নিজেরাই স্বাধীনভাবে আইএসসহ যেকোনো উগ্র গোষ্ঠীকে মোকাবেলা করবে।
ওয়াশিংটনের কাছ থেকে সাহায্য নেওয়ার কোনো চিন্তা তাদের নেই।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণের পর আইএস জঙ্গিরা বেশ কয়েকটি বড় ধরনের সন্ত্রাসী হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, তালেবান সরকারকে বেকায়দায় ফেলতে আইএস এমন কর্মকাণ্ড শুরু করেছে।দুই সপ্তাহ আগে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, আইএস জঙ্গিদেরকে তিনি আফগানিস্তানের জন্য তেমন একটা হুমকি মনে করেন না। তার এ বক্তব্যের পরের দিনই কুন্দুজে শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটে। এ থেকে প্রমাণিত হয়, আইএস জঙ্গিরা এখনো সেদেশের জনগণ বিশেষ করে শিয়া মুসলমানদের জন্য বিরাট হুমকি হয়ে আছে।

বিশ্লেষকরা বলছেন, সুহাইল শাহিন আইএস জঙ্গিদের নির্মূলে আমেরিকার কাছ থেকে সহযোগিতা না নেওয়ার যে কথা বলেছেন, তা থেকে বোঝা যায়, আফগানিস্তানে নিরাপত্তাহীনতা ও সহিংসতা রোধে গৃহীত পদক্ষেপে তালেবান হোয়াইট হাউসকে শামিল করতে চায় না।