থানায় ডেকে নিয়ে ব্যবসায়ীকে চুরি মামলা দিয়ে দিলো পুলিশ

আপডেট: মে ২৫, ২০২২
0

বিপ্লব বিশ্বাস
থানায় ডেকে নিয়ে ব্যবসায়ীকে চুরি মামলা ওসি,তিন দারোগা কনষ্টবেলের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে।

প্রতি পক্ষের কাছ থেকে আর্থিক লাভবানে এক ব্যবসায়ী, ঠিকাদারকে চুরি মামলায় ফাঁসানের অভিযোগে , পিরোজপুর সদরের ওসি, দুই দারোগা ও এক কনষ্টবেলের বিরুদ্ধে সরাষ্ট্র-মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর আইজিপি বরাবর অভিযোগ করেছেন এক ব্যবসায়ী৷ ওই ব্যবসায়ী , ঠিকাদার ফেরদৌস ওয়াহিদ রাসেল পিরোজপুর সদরে শিকারপরে বসবাসরত৷ গত ২৩ মে এ অভিযোগ করা হয়৷

এ ব্যপারে পিরোজপুর জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছেন জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ বলেছেন, বিষয়টির ব্যপারে আমি অবগত নই৷

[৪]অভিযোগে বলা হয়, গত ১৪ মে সকালে পিরোজপুর সদর থানার ওসি মাসুদুজ্জামান মিলুর নির্দেশ এ দারোগা মনিরুল ইসলামকে পাঠিয়ে ব্যবসায়ী রাসেলের প্রতিষ্ঠান র্যাংগস শোরুম থেকে থানায় নিয়ে যায় ৷

থানায় রাসেলকে বিভিন্ন ধরণের ভয়ভিতী দেখিয়ে একটি ইলেকট্রিক মিটার চুরির কথা সীকারের চেষ্টা চালায়৷ ব্যর্থ হয়ে একটি মিটার চুরি মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখায়৷ মামলা নম্বর -০৮, এ সময় রাসেলকে হাতকড়া পরিয়ে ফটো সেশন করে ৷ পরে তা সামাজিক যোগাযোগ এ হাতকড়া পরা ছবি ভাইরাল হয়৷
রাসেল অভিযোগ করেন, থানায় আগে থেকেই উপস্থিত ছিলেন তার চাচা এনায়েত সরদার ৷

তার সংগে জমি সংক্রান্ত ঝামেলা থাকায় , ওসিকে মোটা অংকের টাকা দিয়ে গত ১১ মে দায়ের করা একটি মামলায় ওই দিন অর্থাৎ ১৪ মে গ্রেপ্তার দেখান৷ পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়৷ তিনি আরো বলেন, থানায় নিয়ে এসে ওসির নির্দেশ

এ দারোগা মনিরুল ইসলাম, মাকসুদ, এএসআই সাইফুল, কনষ্টবেল শাহীন বিভিন্ন কায়দায় মেণ্টাল টচার সহ শারিরীক ভাবে নির্যাতন চালায়৷ এক পযায়ে একটি চুরি মামলা দিয়ে তাকে হাজতে পাঠায়৷ অন্যদিকে, বাকেরগঞজ ওসি থাকা অবস্থায় একাদিক অপরাধে বরিশাল ডিআইজি অফিসে সংযুক্তি করা হয়েছিল৷ সে ব্যপারেও খোঁজ নিবে পুলিশ সদর দপ্তর ৷

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করবে পুলিশ সদর দপ্তর ৷