দুলার হাট থানা পুলিশের উদ্যেগে মাস্ক বিতরন

আপডেট: মার্চ ২১, ২০২১
0

মোঃ সিরাজুল ইসলাম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চরফ্যাশন দুলার হাটে মাস্ক বিতরন ও প্রচারনা র্র্যালীর আয়োজন করা হয়েছে।

রবিবার (২১ মার্চ) সকাল ১১ টায় দুলার হাট থানা পুলিশের আয়োজনে “মাস্ক পরা অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ ” এ শ্লোগান কে সামনে রেখে র্র্যালীটি দুলার হাট থানা অফিস থেকে প্রধান প্র্ধান সড়ক প্রদক্ষিণ ও ব্যবসায়ী পদযাত্রীদের মাঝে মাক্স বিতরন ও সচেতনতায় মাইকিং করেন।

দুলার হাট থানার সকল পুলিশ কর্মকর্তা ও কর্মচারী এবং জনপ্রতিনিধি, গন্যমান্য, সাংবাদিক বৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রকপ গত মাস পর্যন্ত কম থাকলে ও মার্চ থেকে এটি প্রকপ আকার ধারন করেছে।তাই সারাদেশের ন্যায় দুলার হাট থানা পুলিশ মাস্ক বিতরন ও প্রচারনা র্র্যালির আয়োজন করেন। উক্ত প্রচারনা র্র্যালীতে দুলার হাট থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন নেতৃত্ব দেন।

প্র্ধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা অফিস কক্ষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আজ ২১ শে মার্চ সারাদেশের ন্যায় দুলার হাট থানা পুলিশের উদ্যোগে মাস্ক পরা উদ্বুদ্ধকরণ কার্যক্র্ম শুরু হয়েছে।

তাই সকলকে মাস্ক পরতে ও অন্যজনকে মাস্ক না নিয়ে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।