দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া

আপডেট: এপ্রিল ১৬, ২০২১
0

খালেদা জিয়া বাসা থেকে বের হয়ে হাসপাতালে যাওয়ার পথে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে গত রোববার (১১ এপ্রিল) করোনা ভাইরাস টেস্টে ফলাফল ‘পজিটিভ’ আসে। তবে তার ব্যক্তিগত চিকিৎসকরা বলছেন, ‘আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তার আক্রান্ত হওয়ার ৭ম দিন। তিনি এখন আক্রান্তের দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করছেন।’ এমন পরিস্থিতে ওনার সিটি স্ক্যান করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কোভিডের দ্বিতীয় সপ্তাহকে ক্রিটিক্যাল উল্লেখ করে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘উনার (খালেদা জিয়া) নতুন যে একটুখানি উপসর্গ দেখা দিয়েছে, সেটা হলো গতকাল (বুধবার) রাতে ‘জ্বর’ উঠেছিল। সেটা থার্মোমিটারে ১০০-এর মতো ছিল। আজ সকালেও উনার একবারের মতো একটু জ্বর উঠেছে। সেটা থার্মোমিটারে ১০০ ছুঁয়েছে। এই জ্বর কিছুক্ষণ ছিল।’

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একটি টিম (৩ সদস্য) তার গুলশানের বাসভবন ফিরোজায় যান। স্বাস্থ্য পরীক্ষা শেষে বেরিয়ে এ তথ্য জানান টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।