দ্রব্যমূল্যের উর্ধগতি প্রতিবাদে ঢাকায় জাসদের মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ৬, ২০২১
0

চাল, ডাল, লবন, তেল, চিনি, ডিম, পোল্ট্রি মুরগিসহ সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপ্রন্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিত প্রতিবাদে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটি আজ ৬ অক্টোবর বুধবার সকাল ১১টায় জিপ্রিও’র সামনে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্ত্বরে মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নুরুল আকতার।

মিছিল পুর্ব মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদ ঢাকামহানগরের সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি মীর হোসাইন আক্তার, ঢাকামহানগর উত্তরের সভাপতি ও জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, মোঃ মোহসীন, জাসদ যুগ্ম সাধারণ ও জাতীয় যুবজোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ছাত্রলীগ(হা-ন) সভাপতি আহসান হাবিব শামীম প্রমুখ।

সভা পরিচালনা করেন, জাসদের কোষাধক্ষ্য মনির হোসেন।
সভায় বক্তারা বলেন, চাল, ডাল, তেল, লবন, পেয়াজ, পোল্ট্রি মুরগি, ডিমের অস্বাভাবিক অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নিম্ম আয়ের সাধারণ মানুষের জীবনে টানাপড়েন নাভিশ্বাস উঠেছে। তারা বলেন, বাজার সিন্ডিকেটের কারসাজির কারণেই নিত্যপন্যের বাজার আজ নিয়ন্ত্রণহীন। বাজার সিন্ডিকেটের দাপট দেখে মনে হয় সরকার ও প্রশাসন বাজার সিন্ডিকেটের কাছে অসহায়।

জাসদ নেতৃবৃন্দ, বাজার সিন্ডিকেট দমন করার প্রাশাপ্রাশি টিসিবির উদ্যোগে ওএমএস পদ্ধতি খোলাবাজারে ট্রাকে নিত্যপন্য বিক্রির আওতা বৃদ্ধি এবং নিম্ম আয়ের মানুষ, শ্রমজীবী, কর্মজীবী মানুষের জন্য সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। মানববন্ধন-সমাবেশ শেষে জাসদের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউ, তোপখানা, পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে।