নবীন হয়েও ই-জিপি’তে যাত্রা শুরু বিডিইউ’র

আপডেট: এপ্রিল ১৭, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ” নবীন বিশ্ববিদ্যালয় হলেও ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)তে যাত্রা শুরু করেছে।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)তে “ঝঁঢ়ঢ়ষু ড়ভ ঢ়ৎরহঃবফ ইড়ড়শং ধঃ ইউট” সংক্রান্ত কাজের অনুমোদন দেয়ার মাধ্যমে ইলেকট্র্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)তে বিডিইউ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’ নবীন বিশ্ববিদ্যালয় হলেও আমরা এখন থেকেই ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)তে টেন্ডার কার্যক্রম পরিচালনা করবো। তিনি বলেন, সরকারি ক্রয় প্রক্রিয়া সহজতর, দেশের যেকোনো জায়গা থেকে দরপত্র জমা দেওয়ার সুযোগ এবং সরকারি ক্রয়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এই পদ্ধতিতে প্রত্যাবর্তন করেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন সহ আইসিটি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম রবিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।