না’গঞ্জের বক্তাবলীতে মিশুক চালক খুন : গ্রেফতার-২

আপডেট: জুলাই ১৫, ২০২১
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে বন্ধুকে সু-কৌশলে ডেকে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ শেষে হত্যা করে ব্যাটারী চালিত মিশুক গাড়ি ছিনিয়ে নিয়ে গেছে। চালককে হত্যা করে লাশ একটি মাছের খামারে ফেলে দিয়ে যায়। নিহত মিশুক চালকের নাম রবিন (২৫)। এ ঘটনায় বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নিহত রবিনের দুই বন্ধু রিফাত (২৬) ও জিহাদ (২০) কে আটকসহ ছিনিয়ে নেয়া মিশুক গাড়ীটি উদ্ধার করেছে পুলিশ
মঙ্গলবার (১৩ জুলাই) রাতে মিশুক চালককে হত্যা করে বক্তাবলীর চর রাজাপুরস্থ মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীর খামারে লাশটি ফেলে চলে যায়। বুধবার (১৪ জুলাই) খবর পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এদিকে রবিনকে হত্যা করে মিশুক ছিনিয়ে নিয়ে ফতুল্লার ধর্মগঞ্জে বিক্রি করতে গেলে এলাকাবাসী মিশুকসহ রিফাতকে (২৬) আটক করে রবিনের বাড়াটিয়া বাসায় নিয়ে আসে। সেখানে এলাকার লোকজন রিফাতকে উত্তম মাধ্যম দিতে থাকে। পরে পুলিশ সংবাদ পেয়ে উত্তেজিত জনতার হাত থেকে রিফাতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আটককৃত রিফাতের স্বীকারোক্তি মেতাবেক হত্যা কান্ডের সাথে জড়িত জিহাদ (২০) কে আটক করে পুলিশ।

নিহত রবিন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার খিলপাড়া এলাকার আবুল কালামের ছেলে। সে তার মা স্ত্রী ও ৮ মাসের কন্যা সন্তানকে নিয়ে ফতুল্লার নরসিংপুর মরাখাল পাড় এলাকার সাজেদার বাড়িতে বসবাস করে। সে মিশুক গাড়ি চালাতো আর স্ত্রী আফসানা ৮ মাসের দুধের শিশুকে রেখে গার্মেন্টে চাকরী করে।
আটককৃত রিফাত ফরিদপুরের নগরকান্দা থানার আশফরদি মোঃ মিরাজ সরদারের ছেলে। সে পরিবারের সাথে ফতুল্লার শাসনগাও হুজুরের ভাড়াটিয়া বাসায় বসবাস করে। সে ব্যাটারী চালিত ইজিবাইক চালক। গ্রেফতারকৃত অপর আসামী জিহাদ মুসলিম নগর এতিম খানার হুমায়ুন কবিরের পুত্র। সে অবন্তি কালার টেক্স নামক একটি গার্মেটে কাজ করে বলে জানা যায়।
নিহত রবিনের মা মনোয়ারা বেগম জানান, রবিন তাদের ভাড়াটিয়া বাড়ির মালিক সাজেদা বেগমের মিশুক চালাতো। মঙ্গলবার সন্ধায় রবিন মিশুক নিয়ে বের হয়। রাতে সে বাসায় ফিরে আসেনি। বুধবার দুপুরে লোক মাধ্যমে জানতে পারি রবিনকে কে বা কারা যেন হত্যা করে বক্তাবলীর চর রাজাপুরস্থ মাছের খামারে ফেলে রেখেছে। পরে সেখানে গিয়ে রবিনের পরিচয় সনাক্ত করি।

তিনি আরো জানান, রবিনের বাবা থেকেও না থাকার মত। রবিনকে গত দুই বছর আগে বিয়ে করাইছি। তার একটি ৮ মাসের কন্যা সন্তান রয়েছে। এখন শিশু বাচ্চাটা বড় হয়ে কাকে বাবা বলে ডাকবে। যারা নিস্পাপ শিশুকে এতিম করেছে তাদের বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বুধবার দুপুরে বক্তাবলীর চররাজাপুর এলাকার মাছের খাবারে একটি লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে এসআই সোহাগ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিন ঘন্টার ব্যবধানে লাশের পরিচয় ও হত্যাকান্ডের সাথে জড়িত রিফাত ও জিহাদকে আটক সহ ছিনিয়ে নেয়া মিশুক উদ্ধার করে পুলিশ।

নিহত রবিন ও রিফাত ঘনিষ্ট বন্ধু। মূলত মিশুক ছিনিয়ে নিতেই রবিনকে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যা কান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গলায় গামছা পেচিঁয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করে।

এম আর কামাল
নারায়ণগঞ্জ