নাগেশ্বরীর সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান

আপডেট: মার্চ ২৩, ২০২৩
0

কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ^রীর সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনে নবাগত শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। পৃথক পৃথক আয়োজনে বুধবার দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় প্রাত্যহিক সমাবেশ শেষে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিদ্যালয় মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের হাতে গোলাপ ফুল দিয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন প্রধান শিক্ষক আব্দুল হাকিম।পরে শিক্ষার্থীদের পরিবেশনায় দুপুর পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পর্বে বিদ্যালয় হলরুমে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল, বিদায়ী সংবর্ধনা প্রদান ও আলোচনাসভা হয়। প্রধান শিক্ষক আব্দুল হাকিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কার্তিক চন্দ্র, সহ-প্রধান শিক্ষক শাহজাহান আলী, মুকুল চন্দ্র সরকার প্রমুখ।
###
আমিনুর রহমান বাবু
২৩/০৩/২৩