নাশকতা নয়, মগবাজারে গ্যাস থেকে বিস্ফোরণ: ডিএমপি কমিশনার

আপডেট: জুন ২৮, ২০২১
0

রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা নাশকাত থেকে নয়, গ্যাস থেকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

রবিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপি কমিশনার।

নাশকতার ঘটনা কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নাশকতা হলে সেখানে স্প্লিন্টার পাওয়া যেত, বোমার বিস্ফোরণ হতো। স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হতো কিন্তু বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব নিশ্চিতভাবে বলা যায় গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে, বোমার কোনো ঘটনা এখানে নাই।
তিনি জানান, বিস্ফোরণে আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তিনটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসময় তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি, এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। তারা চাইলে পুলিশ কমিটিতে থাকবে।

প্রসঙ্গত, এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় ৩ তলা ভবনের নিচতলায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের। এ ঘটনায় দগ্ধ ও আহতদের মধ্যে ১৭ জন‌কে শেখ হা‌সিনা বার্ন অ্যান্ড প্লা‌স্টিক সার্জা‌রি ইন‌স্টি‌টিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তা‌দের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তা‌দের প্রত্যেকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।