নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিক অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে জাসদের বিক্ষোভ

আপডেট: মার্চ ১৯, ২০২৩
0
jasod

কাল ২০ মার্চ সোমবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিক অস্বাভাবিক বৃদ্ধির হোতাদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে দেশব্যাপি কর্মসূচি পালন করবে জাসদ ।
দফতর সম্পাদক মো সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাজ্জাদ হোসেন জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিক অস্বাভাবিক বৃদ্ধির সাথে যুক্ত অসৎ ব্যবসায়ী, মজুদদার, মুনাফাখোরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আগামীকাল ২০মার্চ২০২৩ সোমবার দেশব্যাপি সকল জেলা-মহানগর-উপজেলায় সমাবেশ ও মিছিল করে বিক্ষোভ দিবস পালন করবে। জাসদ ঢাক মহানগর সমন্বয় কমিটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ২০ মার্চ সোমবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জিপিওর বিপরীতে জাসদ কার্যালয় চত্বরে সমাবেশ ও মিছিল করবে।

সভায় সভাপতিত্ব করবেন জাসদ ঢাকামহানগরের সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি মীর হোসাইন আখতার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
আজ এক বিবৃতিতে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আগামীকাল ২০ মার্চ ২০২৩ সোমবার দলের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য দলের সকল জেলা-মহানগর-উপজেলা কমিটির প্রতি আহবান জানিয়েছেন।