নিরবেই কেটে গেলো সাবেক প্রতিমন্ত্রী ফায়জুল হকের মৃত্যুদিবস

আপডেট: জুলাই ২০, ২০২১
0

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
নিরবেই কেটে গেলো অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী বাঙালী জাতির অবিসংবাদিত নেতা শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের একমাত্র তনয় আওয়ামী লীগ সরকারের (১৯৯৬-২০০১) পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী একে ফায়জুল হকের ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের ১৯ জুলাই তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি ১৯৭০ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগের নৌকার টিকিটে এবং ১৯৭৯ সালে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বরিশাল সংযুক্ত পিরোজপুর (বানারীপাড়া-স্বরূপকাঠি) আসনের তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বাধিন আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন তিনি। এছাড়া জিয়াউর রহমান নিহত হওয়ার পরে বিএনপির সংসদ সদস্য হিসেবে (১৯৮১-৮২) আবদুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি প্রথমে শ্রম ও শ্রমিককল্যাণ প্রতিমন্ত্রী ও পরে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এদিকে তিনবারের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী একে ফায়জুল হকের মৃত্যুবার্ষিকী পালণে দলীয় কোন কর্মসূচি ছিলনা। ফলে নিরবেই কেটে গেলো তাঁর মৃত্যুবার্ষিকীর দিবসটি। ###

রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখঃ ১৯-০৭-২০২১ইং